আয়েশা মুন্নির কবিতা“শরত সুহৃদ”

355
আয়েশা মুন্নির কবিতা“শরত সুহৃদ”

শরত সুহৃদ
আয়েশা মুন্নি

রৌদ্র ছায়ার খেলায়, সাদা মেঘের ভেলায়
মৃদু মন্দ হাওয়ায় উড়া শুভ্র কাশে’র আঁচলে
শুদ্ধতার ধারাপাতে জমা রাখি যে জীবন

সে জীবন শান্ত সরোবর নদী
সে জীবন…
শিউলি শেফালী ফোঁটায়
বকুল ফুলের মালায়

গোলাপ, মল্লিকা, কামিনী আর
মাধবীর সুরভীতে
সে জীবন ভাদ্রের পাকা তালে
আশ্বিনের ব্যথাতুর মনে।।

এই রোদ এই বৃষ্টি আর গুচ্ছ গুচ্ছ জলহারা
শুভ্র মেঘদলের পদসঞ্চারে শরতের
পুরোদস্তুর নেমে পড়া প্রকৃতি কবি
হৃদয়ের পরিপূর্ণ সুহৃদ জানে অন্তযামী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here