গোধুলিলগ্ন মাতিয়ে চারিদিকে ধ্বনিত হয় একই সুর,কল্যান… সেই সুর হৃদয়ে ধারণ করে কবি ও লেখক লাকী ফ্লোরেন্স কোড়াইয়া লিখেছে কবিতা “ভিন্ন নামে তুমি একজন”

601
কবি ও লেখক লাকী ফ্লোরেন্স কোড়াইয়া লিখেছে কবিতা “ভিন্ন নামে তুমি একজন”
কবি ও লেখক লাকী ফ্লোরেন্স কোড়াইয়া

ভিন্ন নামে তুমি একজন

                            লাকী ফ্লোরেন্স কোড়াইয়া

সূর্যের বিদায় লগ্নে
সন্ধ্যা নামে প্রকৃতি জুড়ে
নামে অন্ধকার,
নীলাকাশ হারায় আঁধারে
আপন কুলায় ছুটে
চঞ্চল বিহঙ্গসব!
গীর্জার ঘন্টাধ্বনি প্রতিধ্বনি হয়ে
সীমান্ত অতিক্রম করে।
ক্রুশচিহ্ন আঁকে খ্রিষ্টভক্ত
ঘরে ঘরে জ্বলে সন্ধ্যা প্রদীপ,
দূরে মসজিদ হতে ভেসে আসে
সুমধুর আযানের ধ্বনি
কেঁপে ওঠে অন্তর
মহান স্রষ্টার নামে
ছুটে যায় ধর্মপ্রাণ মানুষ
নতজানু হয় তার
অন্তর্যামীর উদ্দেশ্যে।
মন্দিরে বাজে শাখধ্বনি
পূজার থালা সাজিয়ে ভক্তজন,
অর্চনায় মগ্ন পুরোহিত
গোধুলীলগ্ন মাতিয়ে চারিদিকে
ধ্বনিত হয় একই সুর-
কল্যাণ হোক সর্বজীবের
জয়তু! জয়তু! হে মহান।
পার্থক্য কেবল রঙ ধর্মে,বর্ণে,জাতিতে
একই রুধি ধারা সর্ব অঙ্গে-
একই নাম জপে ভিন্ন নামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here