ভারত থেকে কলমযোদ্ধা-শংকর ব্রহ্ম এর অনন্য সৃষ্টি কবিতা “বুঁদ হয়ে থাকা”

314
কলমযোদ্ধা- শংকর ব্রহ্ম এর অনন্য সৃষ্টি কবিতা “বুঁদ হয়ে থাকা”

বুঁদ হয়ে থাকা
শংকর ব্রহ্ম

দুঃস্বপ্নের রাত্রি এসে মুছে দেবে সব, এও কি সম্ভব?

দুর্বিসহ অন্ধকার কেড়ে নেবে

                                     জীবনের আনন্দ উৎসব?

করাল আঁধার এসে মুছে দেবে সব?

                         কি জানি কি হয়, জাগে মনে ভয়, 

তবু মনেহয় ভোর হলে পাখি জাগে

              নানা সুরে করে কলরব          

                        এও তো জীবনের আনন্দ উৎসব। 

ঘুম ভেঙে, সকালের রোদে জানলায় দেখি,

       নিকটে জারুল গাছে পাখিদের বার্তা বিনিময়

সকালটা মনে হয় যেন ঠিক স্বপ্নের মতো

বহুকাল পর এমন সকাল আসে জীবনে যখন

                     তখন সব কিছু , খুব প্রিয় মনে হয়।

কয়েকটি পাখির ডিম পড়ে আছে নীড়ের ভিতরে

আমার তো ডিমের ভিতরে যেতে খুব ইচ্ছে হয়

সেখানে নীরবে শুধু,

কুসুমের মতো নিজের ভিতরে একা

                        ইচ্ছের হলুদ ওমে বুঁদহয়ে থাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here