সৃজনশীল কবি-রুনা লায়লার কবিতা “বন্ধু বলেছে”

356
সৃজনশীল কবি- রুনা লায়লার কবিতা “বন্ধু বলেছে ”

বন্ধু বলেছে
রুনা লায়লা

বন্ধু বলেছে , মন ভালো নেই।
বিশাল আকাশের ন্যায় উদার
গহীন বনের ঘন সমারোহে
নদীর মতোই তরতর চলা
অত সহজ না; দম নিতে হয়।

অর্জুন পাতা উপকারী বটে
সকল ক্ষতে সে আপনার নয়
তবুও মানুষ মনের ভিতর
সত্যের বীজটা বপন করে
নতুন সূর্য আলো দেবে বলে।

জীবন ছন্দ প্রকৃতির রূপ
তোমাতে বিলীন থমকে দাঁড়াবে
এই সফলতা, যুগান্তরের সাক্ষী।
সমাজের চিত্র বিষাক্ত ফেনা
তাঁরাই যারা মুখোশের আড়ালে।

নিকটবর্তী অপরিচিতই
দূরবর্তী অন্তরের অন্ত,
ক্ষতিকর হয় হেসে কথা কয়
বন্ধু আমার দূরে ঝলমল
সাবধান হই সব হইচই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here