এলো বরষা
লাবণ্য কান্তা
এসেছে যে ঋতুর রাণী এমন নতুন সাজে
কেউ বলে ঋতু রাণী কেউ বলে ঋতুরাজ
ভাবছি তাহলে সে কি তেমনি রুদ্ররাজ!
যেমন শিব-শক্তি রয়েছেন আধেক ভাগ।
বরিষণে সলিলা ধরা হরিৎ রুপের রাগ।
কে গায় বরষার গীত এমন মধুর স্বরে
বাজে কি মুরলি আজো তেমনি রাধানামে
কদমকেশর কি দোলে নীল যমুনার তীরে।
তমাল মূলে কি আজো মেঘের ছায়া পড়ে
রাধা বসে কি আজো মধুর মোহন নামে?
বিপুল মাঠের পরে আষাঢ়ের নতুন মেঘ
সন্ধ্যামালতি ভিজে নতুন আবেশে মিশে।