ভারত থেকে বাংলা সাহিত্যের অন্যতম সারথি-মনীষা কর বাগচীর কথোপকথন-৬ ‘’কথা দিলাম’’

179
সারথি-মনীষা কর বাগচীর কথোপকথন-৬ ‘’কথা দিলাম’’

কথা দিলাম
—–মনীষা কর বাগচী

— নীলাঞ্জন ফেলে আসা দিনগুলির কথা খুব মনে পড়ে জানো ? এদিক ওদিক থেকে দিন রাত উঁকি মারতে থাকে। মন কেমনের উদাস বেলায় দুচোখে শ্রাবণের উত্তাল ধারা নামে। তোমাকে ছুঁয়ে থাকা প্রতিটি পল জীবন্ত হয়ে ওঠে। অঙ্কুরিত হয়, ডালপালা ছাড়ে, কলি হয়, ফুল ফোটে, সৌরভের আশায় যখন‌ই কাছে আসি ঝরে যায় ফুল। আমার অতৃপ্ত বাসনা মুখ থুবড়ে পড়ে থাকে ঝরা ফুল বুকে করে।

— মিষ্টি যে স্মৃতি কষ্ট দেয় ভুলে যাও তাকে।

— তোমার সেই চোখ, যে চোখে আমার চুল মেঘ হয়েছিল, আমার চোখ হয়েছিল অথ‌ই, অতল সমুদ্র, আমার কোমর হয়েছিল আঙুর লতা, আমার মুখ হয়েছি প্রস্ফুটিত গোলাপ। যে চোখে আমি ছিলাম লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা। সেই চোখ আমি ভুলি কি করে বল…! যেখানে যাই আমার সঙ্গে থাকে তৃষ্ণাতুর সেই দুটি নয়ন, সেই ভূবন ভোলানো হাসি, সেই আমাকে পাগল করা মিষ্টি মধুর কন্ঠস্বর।

— সত্যি কারের প্রেম কষ্ট দেয় না। অভিভূত করে, আচ্ছন্ন করে। বাঁচতে শেখায়। ভালো থাকতে, ভালো রাখতে শেখায়।
তাই বলছি কষ্ট পেওনা সোনা! বেঁচে ওঠো, বেড়ে ওঠো, এগিয়ে চলো। তোমার গোপন কুঠিতে যে বন্দি রয়েছে সে সদাই তোমার পাশে থাকবে। এপার ওপার দুই পারে‌ই। কথা দিলাম!!!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here