তারুণ্যের লেখক ও কবি আনজানা ডালিয়া এর চরম সত্য ও বাস্তব কবিতা “তুমি কি?” আগস্ট ২, ২০১৯565ShareFacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL তারুণ্যের লেখক ও কবি আনজানা ডালিয়া তুমি কি? আনজানা ডালিয়াতুমি কাপুরুষ? তুমি অসৎ, মিথ্যুক? তুমি কি প্রতারক? তাহলে সেদিন কেন বলেছিলে – “সেদিনই ধর্ষিতা হতে” কোন প্রেমিক তো ধর্ষক হতে পারেনা, প্রেমিকের অস্তিত্ব তো ভয়ঙ্কর হয়না প্রেমিক তুমি মায়াময় হও হও ভালোবাসার মুল্য দেয়া প্রতীক।