বলতে পারো নিরু
সাহানা
কি আছে ও চোখে বলতে পারো, নিরো,
কত গভীর ও চোখ,কাজল কালো?
বলতে পারো কত ডুবুরি অতলে ডুবেছে
কত সাতারু আর পাড়ে আসেনি ফিরে,
কত জল সেচ শেষে,ফসল ফলেনি মাঠে।
আকাশের স্বচ্ছতা বিরাজ করে
কখনো কালো মেঘ জমা করে,
কি আছে ওতে, ডুবে যেতে খুব ইচ্ছে করে,
গহীন অরন্যে কখনো সবুজ বিরাজ করে।
বলবে আমায় নিরু,তুমি কি জানো কিছু?
বন্যায় কেন ভাসে অহরহ, কুর্নিশরত চোখ,
অঙ্গন জুড়ে এত আলো তবু কেন লুকায়িত।
বলো যা চাই শুনতে,, কেন দিবস কাটে দিন গুনতে
কেন রাত্রি করে বাস,ব্যর্থতায় ফেলে দীর্ঘশ্বাস?
বলো না কিছু শুনি,,,,আর কত কাল রবো আমি
ও চোখের পানে চেয়ে,যা ছিলোনা আমার কখনোই
এখনো কি কিছু বলবে না নিরু,শুধুই থাকবে অপলক চেয়ে?
আমার যে আরো কিছু জানার আছে।
বলবে আমায় মন কেন কাঁদে, মন কাঁদলে চোখ কেন ভাসে?
মন কেঁদেছে মনের ছিল দায়,চোখকে কেন কাঁদায়,
ব্যথা -বেদনায়?
দূর্লভ কালো নিন্দিত চোখ, কেন অহর্নিশ করে খোঁজ,
একটু ভালোবাসা পেলে, লজ্জাবতী চোখে আসে জল চলে।
তবে কি তুমি ও জানো না, নিরু,
কাঁপছে কেন ও কপোল ভীরু ভীরু?
তুমি তো নও সে চোখ,যার করছি খোঁজ
আদি থেকে অনন্ত,মাঝ রাত্রি কিংবা মধ্য দিবস??