“হে দয়াময়” ভিন্ন মাত্রার অসাধারণ কবিতা লিখেছেন কবি ফেরদৌসী খানম রীনা।

643
“হে দয়াময়” কবিতা লিখেছেন কবি ফেরদৌসী খানম রীনা।
কবি ফেরদৌসী খানম রীনা।

হে দয়াময়

                ফেরদৌসী খানম রীনা

এই যে সুন্দর প্রকৃতি
পাখির গান,
প্রকৃতির সৌন্দর্য সবই
তোমার দান।

তুমি সৃষ্টি করছ সব কিছু
আপন মহিমায়
জগৎ জুড়ে আছে যা
তা তো রহস্যময়।

তুমি রাখো মন্দ
তুমি রাখো ভালো,
তোমার ইচ্ছাতে সব
আঁধার হয় আলো।

এ ভুবনে কত কিছু
সৃষ্ট তোমার,
কিছুই জানা নেই
এ অধম বান্দার।

তোমার ইচ্ছাতে হয়
সব কিছু,
বুঝার ক্ষমতা নেই
সবার হে প্রভু।

আসমান জমিনে সৃষ্টিতে
তুমি অতুলনীয়,
কি অপরূপ সৃষ্টি তোমার!
তা তো অভাবনীয়।

এ ধরনীর রূপ সৌন্দর্য
দেখে মুগ্ধ মন,
কি মহিমা তোমার!!
ভাবি সারাক্ষণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here