দুরে আলোর বিন্দুর ঝলমল,আঁধার ঘিরেছে আমায়,প্রকৃতি প্রেমী কবি ও লেখক লাকী ফ্লোরেন্স কোড়াইয়া এর এবারের কবিতা “মন ডুবেছে তোমার নীলে”

1085
প্রকৃতি প্রেমী কবি ও লেখক লাকী ফ্লোরেন্স কোড়াইয়া এর লেখা কবিতা
প্রকৃতি প্রেমী কবি ও লেখক লাকী ফ্লোরেন্স কোড়াইয়া

মন ডুবেছে তোমার নীলে

                                      লাকী ফ্লোরেন্স কোড়াইয়া

ঠিক কতদিন পর
তোমার মুখোমুখি হলাম
তার হিসেব করিনি,
তোমার বুকে লেপ্টে থাকা
বালু রাশির উপর পা রাখতেই
সর্বাঙ্গ কম্পিত হল-
দৃষ্টিতে ষোড়শীর চঞ্চলতা
শাড়ির আঁচল খোঁজে –
তোমার গভীর পরশ!
পলকে পলকে নোনাজল
উপচে পরছে পদযুগল প’রে
আলতো ছোঁয়ায় সিক্ত করেছে
ধুয়েছে মম অন্তর!
ভিজেছে আমার নীলের বসন,
ভিজুক না হয় আজ
দৃষ্টি আমার বহু দুরে –
ঠিক যেখানটাতে আসমান
নেমেছে তোমার কোলে
হৃদয় নিংড়ে সমস্ত নীল ঢেলে
বিলীন হয়েছে তোমার
সীমাহীন ফেনিল নোনাজলে-
মিতালি পেতেছে শর্তহীন অবিচ্ছেদ্য বন্ধনে আর
মেতেছে প্রেমনীলাতে!
ঢেউয়ের ফণাতে অর্ণবপোত
হুদ স্পন্দনের গতি যাচ্ছে বেড়ে ধেয়ে আসছে ঢেউয়ের পাহাড়,
রাজ্যের বিষ্ময় নিয়ে
ঠাঁই দাঁড়িয়ে আমি,
ভীত তবুও প্রস্তুত
তোমার আলিঙ্গনে একাকার হয়ে
সুখের দোলায় ভাসব নির্জনে-
তোমার অমৃত সুধায়
তৃষ্ণা মেটাবো বলে!
দুরে আলোর বিন্দুর ঝলমল
আঁধার ঘিরেছে আমায়,
নীরব প্রকৃতির বুকে
তোমার গগনবিদারী গর্জনে
উতলা হয় মম চিত্ত
ভাবাবেশে আবেগে মুহ্যমান
এই আমার বক্ষজুড়ে
প্রেমের স্ফুলিঙ্গ জ্বলে-
তোমার বুকে অগুণিত বালুরাশির একটি কণা হয়ে
মিশে যাবো তোমার নীলে
আজন্ম লালিত প্রত্যাশায়-
দাঁড়িয়ে তোমার
সীমাহীন সীমানায়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here