মানুষের কান্না
নওরোজ নিশাত
মানুষের রকমসকম দেখে
গাছ ও ঘৃণা ভরে মুখ নিচু করে নেয়
বড়ো লজ্জা হয়
মানুষ বলতে।
অথচ এমন হওয়ার কথা নয়
নরম কচি ঘাসে
শিশিরের ফোঁটা
আশীর্বাদ হয় ঝরে পড়ে মাটিতে
মনে হয়
এই দেশ আমার,
একদলা মেঘ যখন সুর্যের মুখ মুছিয়ে দেয়
তখন মনে হয়
এই আকাশ আমার স্বপ।
যখন নদী কুলকুল করে
ঢেউ ভাঙে
মনে হয় মায়ের মতো
সংসারের সব ঢেউ ভেঙে চলছে
আর এই মায়ের সন্তান হয়
সার্থক জন্ম ।
সব দুঃস্বপ্নের মতো
লাগে।
যখন মানুষ গুলো
কালো কালো প্ৰতচছায়া হয়
ঘুরে বেড়ায়
সুন্দরের বক্ষ জুড়ে