সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি সাবিনা আনোয়ার লিখেছেন কবিতা “মেয়েটি বড্ড সেকেলে”

578
সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি সাবিনা আনোয়ার লিখেছেন কবিতা “মেয়েটি বড্ড সেকেলে”

মেয়েটি বড্ড সেকেলে

                              – সাবিনা আনোয়ার

দুই একে দুই
দুই দুগুনে চার করার অসম্ভব ইচ্ছেগুলো বুকের পাঁজরে নিছক জমাটবদ্ধ পাথর হয়ে বেঁচে আছে।
আকাঙ্ক্ষায় ছেড়া কাঁথায় জোড়াতালি দেওয়া হৃদয়ে নকশীকাঁথার কারুকাজ একাকিত্বে সাজায়।

অপদার্থ মেয়েটি বড্ড সেকেলে
আর্টিফিশিয়াল যুগে ভালোবাসার সৌন্দর্যকে যতই আলপনার তুলিতে সাজিয়ে তুলুক
তবুও নির্মমতার কষ্টের রঙ গায়ে মেখে
গোপন রাতের কাছে স্বাক্ষী রাখে দীর্ঘশ্বাস।

নিষ্পেষিত হৃদয়ে ভালোবাসা যখন হয় মন্থর
প্রতিক্ষায় থাকে ভোরের আলোর…
একদিন হয়তো পবিত্রতায় ছুঁয়ে যাবে মানুষের অন্তর!

অমোঘ টাঁনে – একদিন কেউ এসে বলবে
জীবনের সব ভুল শুধুরে নেবো
শুধু তোমার হৃদয়ের বন্ধনে
আমাদের দীর্ঘতার ছাড়পত্র দাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here