“আমার বাডির উঠান থেকে”কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি লাকী ফ্লোরেন্স কোড়াইয়া

486
“আমার বাডির উঠান থেকে”কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি লাকী ফ্লোরেন্স কোড়াইয়া

আমার বাডির উঠান থেকে!

                         লাকী ফ্লোরেন্স কোড়াইয়া

সূর্য ডুবেছে ঢের সময় হল
চাতালে চেয়ার পেতে বসে
খোলা আকাশের নিচে,
উঠানের ডানপাশে ধুন্দুল
আর কাকরোলের মাচা,
তারপর সামনের খানিকটা জায়গা জুড়ে চাল কুমড়া
আর শসার মাচায়
করোলার লতা ও ছেঁয়েছে বেশ!
খানিক আগে বৃষ্টিতে
সাফ হয়েছে ধুলিমাখা পত্তর!
দুরের কোন এক মগডালে
বিরহী ঘুঘু ডেকে চলছে
কিছুটা থেমে থেমে,
কি জানি এই ভর সন্ধ্যায়
কি হারালো সে!
পাশের বাহারি তৃণসজ্জিত
ভূমি থেকে ভেসে আসছে
ডজন খানেক ব্যাঙের শব্দ!

উঠান পেরিয়ে খানিকটা
অবসরপ্রাপ্ত জমিন,
তারপর ছোট্ট পুকুর,
শান্ত বদ্ধ জল
আর মাত্র কিছুক্ষণ –
অতপরঃঅন্ধকারে
ডুবে যাবে চারিদিক,
সকল দ্বারে পড়বে খিল
অন্ধকারের বুক চিরে
তখন ও শোনা যাবে
ব্যাঙেদের শব্দ,
হয়তো চলবে সারারাত!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here