“বিবর্ণ ব্যবহার” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা শেখ আবু মুয়াজ

824
Doinik-Alap-Poem-Kobi-কবি-আবু-মুয়াজ-Kobita-কবিতা-বিবর্ণ ব্যবহার
কবি শেখ আবু মুয়াজ

বিবর্ণ ব্যবহার

শেখ আবু মুয়াজ

 

আজ বাস্তব জীবনে,
একান্ত ভারাক্রান্ত মনে।
কর্মব্যাস্ততার অবসরে –
তোমার কথা মনে করে।
আবৃত্তির মঞ্চায়ন আমার এ কবিতা,
যদি হয় মাতৃস্নেহের এতটুকু স্বার্থকতা।
তোমাকে মা বলিয়া জ্ঞান করিতাম,
যখন তোমার ক্লাশ করিতাম।
এখনো সেই জ্ঞান করিয়া যাইতেছি,
তোমার বিবর্ণ ব্যবহারে নিজেরে তাড়ায়তেছি,
হইতো এক গাল হাসিয়া লইবে,
আর আপনার অজান্তে আমাকে পাগল কইবে।
জানিনা , না থাক , বলিব না , তবুও তুমি
তোমার মাতৃত্বের টানে আমাকে করেছ উদ্দামি।
আমি যদি তোমার স্বগোত্রীয় হতেম,
তবে পুজারি রীতে পুজা দিতেম।
আহ্নিক আর আরোতি সেরে,
মহাজঙ্ঘ দুমদাম করে –
মন্দিরে দিতেম প্রসাদ,
যাতে করে পাও তুমি মাতৃত্বের স্বাদ
জানো , আমার মাকে দেখেছি!
খুব একটা ভালো মনে নাই ,
তবু তোমার মাঝে যাকে দেখেছি ,
তাকেই প্রনাম জানাই ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here