তারুণ্যের কবি শেখ মো.মজিদ বিন মোর্তুজা এর আবেগ, ভালোবাসার জীবন ছোঁয়া অসাধারন গীতি কবিতা “ তুমি রাধা-রাই ”

716
লেখক শেখ মোঃ মজিদ বিন মোর্তুজা

তুমি রাধা-রাই।……………………….।

                    শেখ মো.মজিদ বিন মোর্তুজা।

প্রেমের নামে হৃদয় পুড়ে হইলো আমার ছাই।
তোমার মনে আমার নামে ভালোবাসা নাই।।

রাত্র জেগে লেখি চিঠি তোমার কথা ভেবে।
হাজার রকম স্বপ্ন দেখি তুমি চিঠি নেবে।।
সেই তুমি আজ আমার পানে দেখলে নারে চাই।

মন বসে না কোনো কাজে লাগে উদাসিন।
এক নজর না দেখলে তোমায় বুক করে চিনচিন।।
মরে যাবো যদি আমি তোমায় না-গো পাই।

বড়লোকের ছেলে আমি হলে অপরাধ।
তোমার জন্য ছাড়বো সব’ই ধরে তোমার হাত।।
তুমি আমার স্বর্গ আসন তুমি রাধা-রাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here