অপেক্ষা
— শেখ শফিক
এসো, আরও কিছু দিন দূরে দূরে থাকি,
তবুও তোমার কাছাকাছি আছি।
অনাগত দিনের আলোর অপেক্ষায়,
আজ রয়েছি আমরা সবাই।
গভীর অন্ধকার রাত্রি শেষে,
নতুন সূর্য্য একদিন উদিত হবেই।
সেদিন না হয় আমরা হাতে হাত ধরে,
বন বনানীর এলোমেলো পাহাড়ি পথে
হারিয়ে যাব।
লাল পেড়ে সাদা শাড়ী পরে,
কপালে দিয়ে লাল টিপ,
তুমি আসবে আগামী বৈশাখি মেলায়।
সেদিন না হয় নাগরদোলায়,
থাকব তোমার পাশাপাশি ছুঁয়ে দিয়ে হৃদয় ।