“শ্রেষ্ঠ বীর বাঙ্গালী ”কবিতা টি লিখেছেন আমেরিকার লস্ এঞ্জেলস থেকে কবি ও লেখক হাজেরা বেগম ।

498

শ্রেষ্ঠ বীর বাঙ্গালী— 🌹

                    হাজেরা বেগম—————☘️

~~~~~~~~~~~~~~~~~~~
তুমি নেই আজ কে বলে তা,হাজার বছরের
শ্রেষ্ঠ বাঙালী তা কি জানে না জনতা

হিম শীতল বরফে মিশে থাকা স্মৃতি গুলো
স্বশব্দে ধ্যান ভাঙায় শতসাধকের প্রার্থনায় রতো

নতুন প্রজন্ম সব নিয়ম নীতি ভেঙে চূড়ে
আবারো গেয়ে উঠে গান তোমারই সুরে

স্বাধীনতা চাই,বাক স্বাধীনতা চাই
চাই বঙ্গবন্ধুর সাম্যনীতির স্বাধীনতা চাই

জেগে উঠো গর্জনে আর একবার বঙ্গবীর
দেখাও তোমার ঐ তর্জনীর যাদুর ক্ষুরধার

বাংলার মাঠে ঘাটে সারা প্রান্তর জুড়ে
আনাচে কানাচে মানচিত্রের প্রতি বাঁকে বাঁকে

সদা জাগ্রত জনতার ভাষণের স্ফুলিঙ্গে
আজও খুঁজি তোমারই ছবি হাজার হৃদয়ের অঙ্গনে

তুমি চির অম্লান চিরজাগ্রত চেতনার অন্য নাম
বাংলার মানচিত্রে লেখা রবে বঙ্গবন্ধু তোমার সস্মান

তোমার তুলনা কেবল শুধুই তুমি
তুমি নও সাধারণ,নও একটি নামে বন্দী

হাজার বছরের শ্রেষ্ঠ বীর বাঙ্গালী
এঁকেছিলে বাংলাদেশ এর নাম হয়ে নিপুন শিল্পী

মাতৃভাষা মাতৃভূমি রক্তের বাংলাদেশে
আজও চিৎকার করে ডাকে তোমাকে
——“বঙ্গবন্ধু”তোমারই নামে অবশেষে—🌹
(… .. স্বপ্ন বিলাস)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here