নাম জানিনে
ছন্দা দাশ।
শ্রাবণী আজ তার কান্না থামিয়ে
বুঝি ক্লান্ত প্রহর গুনছে।নীলাম্বর
তাই তার চোখ খুলবে কিনা ভেবেই
যাচ্ছে।উদাসী হাওয়ারা মেঘের সাথে
সখ্যতা পেতে থৈ হারা নাবিক আজ।
প্রকৃতির এই লুকোচুরি খেলার সাথে
আত্মমগ্ন হয়ে থাকা বড়ো ভালোবাসি।
পথিক ভাবে বৃষ্টিতে আজ ভিজতে হবেনা।
ও বাড়ির ছাদে ঝুলছে রঙীন কাপড়।
মনের ঘরে দোলা লাগে।ভেজা কাক
কার্ণিশে বসে মুখ গুঁজে ওম্ নেয়।
বৃষ্টিস্নাত গাছেরা আজ যৌবনের
প্রাচুর্যে হাসছে যেন।একটু অহংকারী
কি? এটুকু মানায় আজ।
শ্রাবণের এমন সকাল মনে আনে
অনিবর্চনীয় সুখ।মনের ঘরে বাঁধে
বাসা।তার নাম জানিনে।