কেবল লিখে যাওয়া ।মাঝে হতাশা আবার নদী হয়ে ছুটে চলা এই তো জীবন। কবিতায় তা স্পষ্ট হয়ে উঠে। রুমকি আনোয়ার এর লেখা “অসীম শূন্যলোকে কবিতা”

739
রুমকি আনোয়ার

অসীম শূন্যলোকে কবিতা

                                           রুমকি আনোয়ার

স্বপ্নেরা ক্রমাগত ভেঙ্গে যেতে থাকে
দশতলা , নয় তালা ————একতালা ,সিঁড়ি ,
আদিগন্ত মোহবিষ্ট জীবনে বিচরণ
লাল অক্ষরে ইটের বুনন ধ্বসে পড়ে দীর্ঘনিঃশ্বাসে ।
তবু লিখে চলি ,কলমও ক্লান্ত হয় –
ভোর হয়ে আসে ,
ভোরের দ্বার খুলে দেখি মঙ্গল দীপ চিতার দহনে
জীবন বৃত্তে এক চিলতে রৌদ্দুর তাও সরে যায় ।
ঈশ্বরের দাবার চাল ,আমার ভিতরে দাবানল –
ইস্রাফিলের শৃঙ্গা ,ললাট লিখন সবাই পারে না লিখতে
একসময়ের সুপ্তবাসনা হিংস্র হায়েনার মত হামলে পড়ে
আমার কলম নিথর , কপাল ছুঁয়ে আছে টেবিলে
কি এক মৌন্য প্রার্থনা ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here