অসীম শূন্যলোকে কবিতা
রুমকি আনোয়ার
স্বপ্নেরা ক্রমাগত ভেঙ্গে যেতে থাকে
দশতলা , নয় তালা ————একতালা ,সিঁড়ি ,
আদিগন্ত মোহবিষ্ট জীবনে বিচরণ
লাল অক্ষরে ইটের বুনন ধ্বসে পড়ে দীর্ঘনিঃশ্বাসে ।
তবু লিখে চলি ,কলমও ক্লান্ত হয় –
ভোর হয়ে আসে ,
ভোরের দ্বার খুলে দেখি মঙ্গল দীপ চিতার দহনে
জীবন বৃত্তে এক চিলতে রৌদ্দুর তাও সরে যায় ।
ঈশ্বরের দাবার চাল ,আমার ভিতরে দাবানল –
ইস্রাফিলের শৃঙ্গা ,ললাট লিখন সবাই পারে না লিখতে
একসময়ের সুপ্তবাসনা হিংস্র হায়েনার মত হামলে পড়ে
আমার কলম নিথর , কপাল ছুঁয়ে আছে টেবিলে
কি এক মৌন্য প্রার্থনা ।।