ওপার বাংলার কলমযোদ্ধা জুলি লাহিড়ী এর জীবন ঘনিষ্ঠ লিখা কবিতা “রক্তস্রোত”

475
ওপার বাংলার কলমযোদ্ধা জুলি লাহিড়ী এর জীবন ঘনিষ্ঠ লিখা কবিতা “রক্তস্রোত”

রক্তস্রোত

           জুলি লাহিড়ী

কেন এত রক্তস্রোত? কেন এত মিথ্যে হানাহানি?
মনীষীর মুখে শুনি যুগে যুগে অহিংসার বাণী।

মনোরম এ পৃথিবী দিয়েছে কতই উপহার
দ্বন্দ্ব-বিবাদ ভুলে করি তার সৎ ব্যবহার।

ধন ভান্ডার নিয়ে হানাহানি, জাতির দ্বন্দ্ব
চাই একটু নুন ভাত রক্তারক্তি হোক বন্ধ।

লাঠালাঠি দূরে থাক, ফিরুক মান আর হুঁস
হিংসা করবো দূর পৃথিবীর প্রতিটি মানুষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here