আয়েশা মুন্নির কবিতা“বঙ্কিম ব্যথা”

281
আয়েশা মুন্নির কবিতা“বঙ্কিম ব্যথা”

বঙ্কিম ব্যথা
আয়েশা মুন্নি

একটি গোধূলির কাছে
অথবা-
একটি রাতের কাছে
সমস্ত গোপন স্মৃতি জমা আছে…
কেউ দেখবে না সে স্মৃতি সে কান্না
এই আমার আমি ছাড়া…

হে দাহকাল
হে পূর্ব জন্মের পাপ
হে বঙ্কিম ব্যথা
যেখানে তোমাদের পদচিহ্নের পবিত্রতা
সেখানে আমি কেন নেই?

হে অভুক্ত মুখ
হে ব্যর্থ নিঃশ্বাস
হে যৌগিক বাক্য
যেখানে তোমাদের সীমাহীন ছায়া
সেখানে আমি কেন নেই?

আঁধার নামলেই অব্যর্থ ব্যর্থতায় পুড়ে
নিঃশব্দে যাপিত প্রণয়ের পাতা
সিদ্ধ সময়ের অসুখে
আমিও পুড়ে ছাই…
বস্তুহীন হলাহলে মুখোমুখি ঠায় !

সময়ের কাছে আমার কী ঋণ আছে
কী ঋণ থাকতে পারে?
যেখানে তোমরা আমাকে স্থানই দিলে না…
তবে কেন জাগতিক সর্বনাশে
হাতছানি দাও বারবার…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here