কবি-নাসরিন জাহান মাধুরী -এর অনুভূতির কবিতা “একা ”

751
কবি-নাসরিন জাহান মাধুরী -এর অনুভূতির কবিতা “একা ”
কবি-নাসরিন জাহান মাধুরী

একা

********নাসরিন জাহান মাধুরী

এভাবে শুইনি কখনো ঘাসেদের বিছানায়
সবুজ নরম তুলতলে ঘাসেদের’পর শুয়ে ছিলাম,
সামনে লেকের টলটলে কালো জলে
ফুটেছিল শাপলা শালুক আর নাম না জানা কতকি?
যাযাবর পাখিদের ওঠানামা ঐ লেকের জলে
রঙবেরঙের কত পাখি! যেন পাখিদের মেলা!
আর আমি শুয়ে শুয়ে দেখে যাই! দেখে যাই!
মৃদু বাতাসের দোলায় প্রাণ জুড়িয়ে যায়।
লেকের ঐ পাড়টাতে যতদূর চোখ যায়
সারিসারি ছোটবড় নারকেল গাছ দাঁড়িয়ে
আছে সবুজ ডানা মেলে।সূর্যের নরম রোদে
চকচমকি রুপ নিয়ে।এ এক নৈসর্গিক দৃশ্য।
আমি শুয়ে আছি, শুয়ে আছি ঐ ঘাসেদের বিছানায়
অনন্ত কাল ধরে।কাল রাতে স্বপ্নলোকে গিয়েছিলাম
ঐ লেকের পারে একাকী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here