ফিরে আসি
-অঞ্জন চক্রবর্তী-
কিছু না বলেই ফিরছি আমি।
উবু দশ কুড়ি গোনার ধারাবাহিক,
বাকি রইল একজন
সে জানতই না দাঁড়াবার জায়গাটা।
বাকি কজন তাদের পছন্দসই আড়ালের আশ্রয়ে
প্রশ্ন ও উত্তর খোঁজার দায় এখন তারই।
লুকোচুরি বা সাপলুডো যেটাই হোক না কেন তার
কোনায় অথবা মই বেয়ে উঠার মুখে হা-মুখ থাকে সাপেদের।
বলা আর হয়ে ওঠে না
প্রশ্নের ঝুলিটা শূন্যই থেকে যায়
ঝুলির ফাঁকফোকর দিয়ে কছু আলো আসে
ওটুকুই তার সীমা।
বুঝে নিয়েও আলোকবিন্দুগুলি যেন অচেনা অতীত
ছোঁয়া বাঁচায়, যদি ফিরে আসে কোনও দুর্লঙ্ঘ্য সম্বিত!
এই ভাল নিঃশ্চুপে ফিরে আসা
ঘরে বসে নিরালায় শুয়ে শুয়ে দরজায়
ঠুকঠাক ঠুকঠাক শুধু আলাপন।