কবি- কাজী আতীক-এর কবিতা “ফিরতি পথ উৎস অভিমুখে ” ফাল্গুনের জন্ম তিথিতে ফাল্গুনের সর্বসেরা মনোনীত কবিতাটি প্রকাশ পেলো ফাল্গুন দুহিতা রুমকি আনোয়ারের অনুমতিতে ।

515
কবি- কাজী আতীক

ফিরতি পথ উৎস অভিমুখে

                                     কাজী আতীক।

জীবাশ্ম উৎস থেকে জাগতিক স্পর্শ হয়ে
যে অলৌকিক পাখি- পালক বিছিয়ে রাখে মহাশূন্য নীলে
তাঁর পুচ্ছ নিঃসৃত জ্যোতি নিযুত আলোক বর্ষ পেরিয়ে

আমাকে দেখে, আর আমি দেখি তাঁর চোখে সৃষ্টির আদি।
অতএব বুঝতে পারি স্পষ্ট আবারও তামাদি হবে সব,
আবারও ফিরবে সব জমাট আঁধারে
সেই শুরু থেকে শেষ অব্দি- যাকিছু সবই

যেনো কেবলই এক পাশ ফিরে শোবার ক্ষণিক জাগৃতি।
যেমন ঊষালগ্ন থেকে সন্ধ্যা অব্দি- যাকিছু দৃষ্টির গোচরে
অস্তিত্ব হারায় সব রাতে অমাবস্যা অন্ধকারের শরীর চুমে।
ভাবতে পারো নিষ্কৃতি, যদিও সমাপ্তি নয় কোনো ভাবেই,
হয়তো কেবল- এক অনিবার্য ফিরতি পথ উৎস অভিমুখে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here