কবি- নাসরিন জাহান মাধুরীর মনের আবেগ আর অনুভুতির যে বহি:প্রকাশ করে লিখেছেন সুন্দর বেদনার্ত কবিতা “শুন্যতা”

505
কবি- নাসরিন জাহান মাধুরী লিখেছেন সুন্দর বেদনার্ত কবিতা “শুন্যতা”
কবি- নাসরিন জাহান মাধুরী

শুন্যতা 

   ****নাসরিন জাহান মাধুরী

প্রজাপতির ডানায় ভর করে ভালোবাসা এসেছিলো
হাত ধরে হেটেছি প্রবর্তকের মোড়ের সেই বড় গাছটা নীচে
পাতা ঝরা পথে—
কখনো একসাথে মিছিলে হেটেছি–
কফি শপের আলো অন্ধকারে মুখোমুখি
ঝগড়ায় দুই দিকে মুখ ফিরিয়ে থেকেছি
আবার কখন দুজনেই রাগ অভিমান ভুলে
কথায় ডুবেছি, ডুবেছি ভালোবাসায় মনে নেই।
এখন ভালোবাসা আটপৌরে জীবন
চাল, ডাল আটার ফর্দে মিশে গেছে ভালোবাসা
আজ ভোরবেলার তোমার হাতটি ধরে হাঁটছিলাম
কুয়শায় আবছা পথে একজন আরেকজনকে দেখিনা
হাতের উষ্ণতায় উষ্ণ হৃদয় নিয়ে–
ঘুম ভেঙে দেখি তোমার হাতের স্পর্শের উষ্ণতা তখনো হাতে
চোখ বুলাই চারিদিকে খুঁজি তোমাকে
মনে পড়ে তুমি আছো দূর প্রবাসে
আর আমি এই নিরালায় তোমায় খুঁজি
চেনা পথের বাঁকে বাঁকে।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here