” বন্ধু “
হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~~
বন্ধু মানে সকাল সন্ধ্যা শুধু
খুনশুটি,
বন্ধু মানে কথায় কথায় হেসে
লুটোপুটি।
বন্ধু মানে এমন এক অদ্ভুত
সম্পর্ক,
বন্ধু সেতো রক্তের নয়
আত্মার-আত্বীয়।
বন্ধু মানে সুখে-দুঃখে মুখটি
ভেসে উঠা,
বন্ধু মানে স্বার্থের কথা না ভেবে
ছুটে আসা।
বন্ধু মানে অদ্ভুত এক
ভালবাসার টান,
বন্ধুত্বের কাছে সব তুচ্ছ
সব কিছুই ম্লান।।