আয়েশা মুন্নি এর জীবনবোধের লেখা কবিতা“নীল খাম”

335
আয়েশা মুন্নি এর জীবনবোধে লেখা কবিতা“নীল খাম”

নীল খাম

আয়েশা মুন্নি

অভিমান আর অভিলাষের ক্ষণগুলো
বুকের জমিনে খোদাই হরফে
যত্ন করে লিখে রাখা কিছু ঋণ।
রাত্রির ঘুটঘুটে অন্ধকারে
অপলক দৃষ্টির মাদকতায়
কেউ যেন আলো নিয়ে এসেছিল!
সেই ভাষাহীন নিবিড় মুগ্ধতায় চেয়ে চেয়ে
আপ্রাণ চেষ্টায় মত্ত থাকি, ভালবাসার গভীরতা মাপার!
সর্বোপরি …
দাম্পত্য সম্পর্কে
হীনতার দারূণ ছাপ স্পষ্ট

দিনব্যাপী পরিভ্রমণ শেষে সন্ধ্যার প্রান্ত ছুঁয়ে
অবজ্ঞা ও অপেক্ষার মধ্যরাতের আলপথে হেঁটে গেছে জীবন…
সে জীবনবোধে লেখা অজস্র কবিতা বিনিদ্র রাতের ঘুম..
. তৃষ্ণা কিংবা কোলবালিশ নিঃসঙ্গতার রাজসাক্ষী…
বাজপাখির ডানায় বেঁধে রাখি সময়ের প্রগাঢ় ভালবাসা

তদুপরি, একাকীত্বের বিষাদ চারপাশে ছড়িয়ে
কষ্ট গুলো বর্ণিল হরফে সাজাই,
নীলখামে পুরে হাতের বিশ্বস্ত পার্স ব্যাগটায়
সযত্নে সামলে রাখি।
অবশেষে কালের সাক্ষী হয়ে থেকে যায়,
যে কাব্য জুড়ে শব্দে বাক্যে প্রেমময়তায় অনুনয় তোমার স্পর্শের…
প্রতিটা চরণে আকুতি ভালবাসার আকাঙ্ক্ষায়

যতটা সম্মুখে এগিয়ে যাই ততটা দূরত্বে পথ-ফুরোয় না!
এগুতে পারে না কদম সম্মুখে, পৌঁছাতে পারে না পথের শেষে।
যতই তোমাকে আঁকড়ে বাঁচতে চাই,
তুমি ছুটে যাও দূর থেকে আরও বহুদূরে।
অন্ধকারে বিলীন সব সম্ভাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here