বিষন্ন এই মন
সাহানুকা হাসান শিখা
বাহিরের বাতাস খুবই উত্তপ্ত
তাই মনটা বিষন্নতায় ক্লান্ত।
বারবার এসে তাড়া করে আগুনের ফুল্কি,
মনে হয় যেন এক উড়ন্ত দুল্কি।
চারিদিকে হচ্ছে শুধু জ্ঞান বিতরণ
নিজ জ্ঞান কতটুকু নেই তা স্মরণ !
অহমিকার অট্টালিকায় বসে
সুখের পিদিম জ্বালাতে পরো।
জ্ঞানের বাতি জ্বালাতে হলে,
অহংকার ত্যাগ করো।
নিজের মনে নিজে মহাজন,
কথা নয় যেন সিংহের গর্জন।
মনে মনে নেও কতো শত ভাব
চেয়ে দেখো তোমার মাঝে কতো যে অভাব।
অন্যকে ভেবনা তুচ্ছ, দাও গোলাপ গুচ্ছো
মুক্তমনা হয়ে দেখ আসন পাবে উচ্চ।