সাম্য দর্শনের কবি –ছন্দা দাশ এর কবিতা “জাগরণ”

355
সাম্য দর্শনের কবি –ছন্দা দাশ এর কবিতা “জাগরণ”

জাগরণ

               ছন্দা দাশ

সব লেখা তো লেখা না,বুকের জ্বালা
হয়তো অনুচ্চারিত শব্দের নির্দোষ প্রয়াস।
কখনো গান হয়ে বাজে,কখনও কবিতায়।

জানিনা জীবন কেমন?
কতটা আর মাটি ছুয়েঁ চলা।স্বপনের
আধো ঘুমেই কেটে গেছে বারোমাস

ভেবেছি নিজেকে আড়াল করে রাখলেই
হ্যামিলনের বংশীবাদক হওয়া যায়।
উত্তোরনের দূর্গম পথেও ফুল ছিটাতে ছিটাতে
একদিন বুঝলাম গান্ধারী হওয়া সহজ না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here