ওপার বাংলার কবি আশরাফুল মন্ডল লিখেছেন কবিতা “ঈশক্ জার্নি ”

391
ওপার বাংলার কবি আশরাফুল মন্ডল

ঈশক্ জার্নি

             আশরাফুল মন্ডল

ঘুটঘুটে অন্ধকার শুনশান মধ্যরাত্রি
অথই রাস্তা পাহারায় নৈঃশব্দ্য
দূরে একটি গোরুর গাড়ির চলমানতা
গাড়োয়ানের মুখে কেলটিক ভাষার ছায়া
গাড়ি ভর্তি প্রবাসী কথার নীরব চেয়ে থাকা
অন্ধকার ভেঙে ভেঙে শুধুই এগিয়ে যাওয়া…

রাস্তার পাশে জেগে আছে গোরস্থান
টুপটাপ উঠে এলো কিছু মৃতদেহ
গাড়িটি কাছাকাছি আসতেই
মোয়াড়ে চেপে তারা শুরু করল নাচানাচি
গন্তব্য প্রাচীন মিশরের মতো
কোন এক খেজুরতলা

দূরে গান গাইছে মেষপালক
ধেয়ে আসছে একটি আতরের নদী
গাড়ির ভেতরে কথাদের আড়মোড়া
গানের লিরিক্সে ঘোরাফেরা খেজুরতলা
আতর নদীতে আদুরে স্নানে মিশর কন্যারা
মোয়াড়ে বাঁধা অদৃশ্য লন্ঠনের টিমটিম আলো
সময় মাপছে রাস্তার শুনশান দূরত্ব

কথাদের মুখে এখন মিশরীয় লিপি
মৃতদেহের করোটির ভেতর ঝুপঝাপ কথারা
স্বচ্ছ কাঁচের গ্লাসে নীল মদের ফোয়ারা
মিশর সুন্দরীর নূরানী গালে চুম্বনের ঢেউ

গোরুর গাড়ির চারপাশে নূপুরের আহ্লাদ
ভোরের আজান সারা হলেই
কথাদের আদরে গড়িয়ে পড়বে খেজুরতলা
আমার ঝাপসা দুটি চোখ বরাবর
শুধু ঈশক্ জার্নির উজান বাওয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here