তোমাকে
প্রিয়তমা —
✍রাশেদুল ইসলাম ✍
(শেষ পাতার কবিতা গ্রুপে ২০২০ (মার্চ) এর প্রতিযোগিতায় সেরা কবি রাশেদুল ইসলাম)
তোমার দু’হাতের
অলৌকিক মায়াযাদুর পেলব পরশে
এই আর্ত মুখখানি রেখে
যদি বলতে পারতাম,
আমাকে নাও,
সম্পূর্ণ করে নাও !
অনেক সময় পেরিয়ে গেল,
কিন্তু, বলা তো হলো না কিছুই !
মনে মনে জড়িয়ে ধরি
তোমার দু’হাত।
তুমি নির্লিপ্ত উপেক্ষার
কুয়াশা ছড়িয়ে হেঁটে যাও
দু’ফিটের দূরত্বে !
অথচ, কিছুতেই
আমি ছুঁতে পারি না তোমাকে !
কিছুতেই তোমার ওই
সূর্যলিপ্ত চোখের অনলদৃষ্টিকে
আমি অতিক্রম করে
তোমার কাছে কেন যে
পৌঁছাতে পারি না!
জড়িয়ে ধরতে পারি না
আমার এই কাদাসিক্ত হাতে !
শুদ্ধ ভালবাসার জন্যে
এই অপেক্ষা তো,
খুব বেশি কিছু নয়,
শত জন্ম পার করেও
তোমার কাছে আসব বলে,
তোমার দু’হাতে আমার এই
বিষাদজর মুখটা রাখব বলে
আমি যে কী ব্যাকুল
প্রতীক্ষায় জেগে থাকি,
– একা, এই ছায়াময় ঘরে !
প্রিয়তমা , তুমি তার
উপমা কবে জানবে —
কখন জানবে,,
জন্ম জন্মান্তরে !