সমকালীন সৃজনশীল কবি-নাসিমা হক মুক্তা এ র লিখা কবিতা “মুখচ্ছবি ”

318
সমকালীন সৃজনশীল কবি-নাসিমা হক মুক্তা এ র লিখা কবিতা “মুখচ্ছবি ”

মুখচ্ছবি

নাসিমা হক মুক্তা

এখন শুধু
স্বপ্নের মধ্যে ছাড়া আর কোথাও যাওয়া যায় না
চারদিকে কেবলই ঝরা পড়ার
নানান ফুলশয্যা…

এতো বেশি আগুন সেঁকে
স্বরের আকাশময় উলুধ্বনি ওঠে না
আগের মত জীবন দেয়ালগুলো ভেঙে ভেঙে
যতদূর যাওয়া যেত
তা এখন কলসিভর্তি এক বুক অস্বস্তির জল
যা গেলা যায় না
যা ছোঁয়া যায় না
মধ্যেখানে চুরমারে ভেসে ওঠে একখানি
ছবি আঁকা নীল মুখচ্ছবি

বিষাদের নীরব অলিগলি ধরে শুয়ে আছে
একগুচ্ছ উইয়ে খাওয়া কাঙাল
যার আকাঙ্খার কাছে ভূ-গর্ভ এক সুখকর বাগান
অথচ ছুটে চলা জীবন থেকে পালিয়ে
মানুষ এখন সাঁকোর ওপর পা রেখে
ভ্রমের মতো স্বপ্ন দেখছে লোকালয়ে হাঁটার….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here