রান্নাবাটি
—রুমা দাশ পড়শি
রান্নাবাটি খেলতে খুকি
ভাত রেঁধেছে বালু
লাটিম গুটায় রান্না করে
লতাপাতা আলু।
খেলনা খেলায় গাছ তলাতে
নারকেল বাটির হাড়ি
মিছিমিছি চুলোর ধোঁয়া
ফুঁ দিয়ে দেয় ঝাড়ি।
রান্নাবাটি খুকির খেলা
কাদা মাটি নিয়ে
লাঞ্চ ডিনার রান্না হবে
ইটের মশলা দিয়ে।