আকাশ আমার
সাহানুকা হাসান শিখা
জীবনের প্রতিটি দিন
প্রতিটি দিন যদি এমন হতো,
ঠিক আজকের মতো।
বলছি না রোজ রোজ হতে হবে,
মাঝে মাঝে হতেও তো পারতো।
আমি উড়বো আমার আকাশে
ধরা পড়বো না বৈরী বাতাসে।
শুধু রূপালী মেঘ আর গাঙ্গচিলদের
চাই আমার পাশে।
কিছু কথা কিছু ব্যাথা ভাসিয়ে দিবো
সাগরের নোনা জলে।
এবার দেখবো অতীত সামনে এসে
আমায় কি বলে।
পরাধীনতার বেড়া জাল পেরিয়
যেতে হবে বহু দূর।
ঐ যে দেখো আসছে ভেসে,
পূরবী রাগিনীর সুর।
গোলক চাঁপা পাগলপারা
তারই ঘ্রানে মগ্ন।
রজনীগন্ধা মালতি সন্ধ্যা
দাঁড়িয়ে আছে নগ্ন।