ঈমানে ভুত
লকিতুল্লাহ মাহমুদ চিশতী
ঈমানের অনুমান
ভুতে ভরা এখনো,
নামায এই সমাজে
পড়ে শুধু দেখানো।
যাকাতের ধাক্কাটা
মিশে গেল টাকাতে,
রোজা গেল সোজা হয়ে
খাওয়া দাওয়া মজাতে।
হজ্ব গেল ধনীদের
হাজী লেখা ফ্যাশনে,
বিবর্তন ইবাদত
অহমিকা আসনে।
(কাব্যঃবুক ভরা কষ্ট)