“কিশোরীর প্রেম”
হামিদা পারভিন শম্পা
চঞ্চলা হরিণীর
ভিরু ভিরু চোখ,
স্নিগ্ধ কোমল
মিষ্টি মাখা মুখ।
রিমঝিম নুপুরে
আলতা রাঙ্গা পা,
দস্যি ছেলের
বুকে বাঁজে তা।
কিশোরীর প্রেমে
দিশেহারা মন,
অসহ্য যন্ত্রণায়
ছটফটে ক্ষন।
কিশোরীর মনে
দস্যি ছেলের বাস,
ভালোবাসার পূর্ণতায়
মিটিলো আশ।
সময়ের স্রোতে ভেসে
কেটেছে কত যুগ,
কিশোরীর আলতায় আজো
দস্যি ছেলের সুখ।