বসন্তের আগমনে
~সৈয়দা ইয়াসমীন
বাসন্তী রঙ শাড়ি পড়ে ছুটে ওরা কোথায় যাচ্ছে?
কোন দিগন্তে যাবে ওরা কেন এতো রঙ কুড়াচ্ছে
আমিও আছি তাদের দলে,ছুটছি আমিও তাদের সাথে
ছুটছি কোথায় জানি না তো,যাচ্ছি শুধুই সাথে সাথে
লাগছে ভাল,মন্দ না, স্নিগ্ধ বায়ূর স্পর্শ নিয়ে
যাচ্ছি সবাই শিমুল,মহুয়া, পলাশের প্রান্তর ছুঁয়ে
চারিদিকে রঙের খেলা,জানান দিচ্ছে এ আরেক বেলা।
পরিবর্তনের লীলা বইছে,খেলছে এ কোন খেলা।
ফুলে ফুলে সুবাসিত, মৃদু বায়ূর বেলা
বুঝলাম শেষে আর কিছু নয়,এ তো বসন্তেরই মেলা
প্রকৃতি আজ জানান দিয়ে যায় এলো যে বসন্ত
তাই তো সবাই হয়েছে আজ রঙে আসক্ত