তোমার মেহেরবানী (হামদ এ এলাহী)
হামিদা আনজুমান
এই যে আকাশ, নীলের চাঁদর
মহুয়া দিন শ্রাবণ ভাদর
সবুজের এক বিশাল বুকে
বেড়ে উঠা জীবন সুখে
পার হয়ে সব দুঃখ, বিষাদ, গ্লানি
হে খোদা সব তোমার মেহেরবানী।।
স্বজন, সখা পরিবারে
আপনজনা হৃদয় কাড়ে
স্নেহ মায়া ভালোবাসায়
বেঁধে রাখে নিত্য আশায়
সব দিয়েছ তুমি ওগো আনি
হে খোদা সব তোমার মেহেরবানী।।
এই যে জীবন যাপন চাকা
ইবাদতে মশগুল থাকা
ইহকাল আর পরকালে
ত্রিভুবনের জীবনকালে
তোমার ক্ষমা ভিক্ষা কেবল মানি
হে খোদা সব তোমার মেহেরবানী।।