রোবটিক চাঁদ
ইমরোজ ইকবাল
অমাবস্যার নিকষ কালো রাতে
চাঁদকে এডিট করেছি
ব্রাউজারে মুছে দিয়েছি ছোপ-ছোপ দাগ
ঔজ্জল্যতা এনেছি বেশ
আলোয় আলোকিত করেছি মাটিও জল
বউ উঠোনে বসে উনুনে আঁচ দিচ্ছে
মন্দ লাগছে না রোবটিক চাঁদ
বেশ দেখাচ্ছে ওর মাথার কালো কেশ
হাওয়ায় ভাসছে রিনিঝিনি নুপুরের শব্দ
বউয়ের হাতে সোনা মোড়ানো চাঁদমুখ
যেন, নির্মল এক পাকা ধান-ক্ষেত; বাঁধন হারা এমন আলোয়
হারিয়ে যাওয়া সোনামুখি সুঁই খুঁজে পেতে
কষ্ট হচ্ছে না আমার।