চোরাকাটা
সাহানুকা হাসান শিখা
কার জন্য আজ এতো সাজগোজ,
বসন্তের আগমনে?
নতুন কলি ফুটেছে বাগানে,
পাখিরা উড়ছে বনে।
শুধু এই পৃথিবী আজ গৃহবন্দী,
মহামারী ভাইরাস তার প্রতিদ্বন্দ্বী।
শুন হে নিষ্ঠুর প্রকৃতি, এ কেমন রীতি !
তোমার সন্তানের মনে এতো ভীতি।
কি সুখ পাও তুমি তাদের কাঁদিয়ে?
কি লাভ তোমার এতো কষ্ট দিয়ে।
ঋতুভেদে হয় রূপের বাহার,
নদী মাঠ ঘাট সাগর আর পাহাড়।
সবই তো তোমার এই সন্তানের তরে,
তবে কেন তারা অসময়ে যাচ্ছে মরে?
এই সংসার হলে ধ্বংস,
থাকবে কি এই রূপ?
কে করবে তোমার পূজা,
কে জ্বালাবে ধূপ?