কলমযোদ্ধা _রেবেকা রহমান এর বিস্ময়কর কবিতা “বসন্তের পদত্যাগ”

552
রেবেকা রহমান এর বিস্ময়কর কবিতা “বসন্তের পদত্যাগ”
কলমযোদ্ধা _রেবেকা রহমান

বসন্তের পদত্যাগ

                  রেবেকা রহমান

জানালার ওপাশে তোমার আগুন,
চোখ সমুদ্রে ভেসে বেড়াচ্ছে ডলফিন
ইশারার শেষপ্রান্তে এসে পদত্যাগ পত্র দিলো —
বসন্ত!

আমাদের জন্মের নাকি অনেক দোষ!!

চাওয়া পাওয়ার দিগন্ত চেয়েছে আকাশ
তুমুল বাতাসে নিভেছে পথের আলো
বিষন্ন শিল্পের এক নগরে, অস্তিত্ব টেকানো দায়
পদত্যাগপত্র তাই…..

সভ্যতার পত্রপুষ্পহীনতা সে, মেনে নিতে পারেনা কখনো
এসো পাখির নীড়ের মত দুটি চোখ খুলে
ঈশ্বরের জয়গান গাই —-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here