সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ভারতের কবি— প্রসেনজিৎ রায় এর কবিতা “পৃথিবী আমাদের হোক ”

834
“পৃথিবী আমাদের হোক ”
ভারতের কবি— প্রসেনজিৎ রায়

পৃথিবী আমাদের হোক

                                      প্রসেনজিৎ রায়

শুনলাম পৃথিবীটা কোনো এক ধর্মের মানুষের…..
বাকিরা সবাই উদ্বাস্ত,
তাই বাকিরা সবাই মরতে হবে বিনা প্রতিবাদে….
এ পৃথিবীর এটাই শর্ত |

আবার শুনি সারা পৃথিবীর মালিক ধনতন্ত্র…..
তৃতীয় বিশ্ববাসী নীরব গোলাম,
সর্বনাশা প্রতিবাদের ঝড় উঠেও থেমে যায় চোখরাঙানিতে,
মেকি গণতন্ত্র তোমায় হাজার সেলাম |

জানলাম একদিন পৃথিবীটা খেলার পুতুল রাজনীতির…..
শিক্ষিত সৎ মাথাগুলো শুধুই সরঞ্জাম,
কলম হারালো অমর কথা লেখার দাবী……
বদলে রক্তে সাজানো অমর স্বার্থবাদীর নাম |

বুঝি আজ পৃথিবীটা জোরের মুলুক…..
বুভুক্ষু অসহায় মুখগুলো বড্ড বেমানান,
নিষ্পাপ আবদারগুলো শিকার ঘৃণ্য লালসার…..
হৃদয়হীনের ভিড়ে দমবন্ধ সরল হাজার প্রাণ |

আঁধার সরে হবে সূর্যোদয় আবার নতুন দিনের..
খুঁজে পাবে জানি একদিন সর্বহারার দল প্রাপ্য সুখ,
মহাকালের তোপে ধ্বংস হোক সব ভেদাভেদ…
পৃথিবীটা ধর্মের নয় শুধু মানুষের হোক |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here