মায়ার খেলা
***নাসরিন জাহান মাধুরী
~হৃদয় ছুঁয়ে গিয়েছিলে–
চমকে ফিরে তাকিয়ে দেখি নক্ষত্ররাও থমকে গেছে–
গভীর আহ্বানে শুন্যতারাও যেনো ফুরিয়ে গেলো–
অবাক চোখে দেখছিলাম মায়ার খেলা–
মায়া দিয়ে কে কাকে কতটুকু বাঁধতে পারে বলো!
ভালোবাসি শব্দটায় ঠিক কতটুকু ভালোবাসা আছে?
কতটুকু মায়া আর কতটুকু শুন্যতা যোগ করলে
ভালোবাসা হয়?
বলতে পারে কি ভালোবাসা!~