নাসরিন আক্তারের সাম্যবাদী কবিতা “নারী ও পাণ্ডুলিপি ’’

458
নাসরিন আক্তারের সাম্যবাদী কবিতা “নারী ও পাণ্ডুলিপি ’’

নারী ও পাণ্ডুলিপি
———–নাসরিন আক্তার।

কবিতার অহংকার ও অলংকারে নিভৃতচারী
পরিণতি বানপ্রস্থ নির্মোহ যে প্রহর
সে, আমি, তুমি- নারী…

পুরুষ- বরাদ্দ ঐটুকু নিয়েই সেজে ওঠো
নারীর নাভিমূলেই হাজার কবিতা
ও তোমাদের বাৎস্যায়নের বাঁধছিপি
অজন্তা ইলোরার পাণ্ডুলিপি…

নদী হয়ে বয়ে চলো ধমনীতে
উন্মাদনায় মেতে ওঠা কবিতার ভুঁয়ে, কর্ষিত কাঞ্চনে রোপিত করো বীজ;

শাড়ি সালোয়ারে ঢেকে রাখা প্রতিটি বাঁকেই —
প্রার্থনা, পার্বণ আর সৃষ্টির বর্ণমালা ,
শরীরী ভাঁজ আছে বলেই কবিতায় তুমি সার্থক,,,,

বাকোয়াস গল্পে লেখা-
নারী- পুরুষের পরিপূরক
তবে নারী, তুমি কেন নও কবি ?!
দিনশেষে এস্ট্রোলোজার গোনে গাঁথে-
ঊরুসন্ধি, গোলাপি ঠোঁট আর নির্লিপ্ত নাকছবি…

অতঃপর
তুমিও পুরুষ দেহ চষে নেমে আসো শিশ্নে
কবিতারা চাষ হোক অভ্যাসে
চাষ হোক পৌরুষে…।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here