জিহ্বা আমার জিন্দা লাশ’
মাহবুবা আখতার
পাপ পাপ শব্দটি মুছে দিই,এসো মেপে দেখি বিনয় এবং ভালোবাসার পরিমাপ,
সত্য,সুন্দরের উপরে কি কিছু আছে?
মিথ্যের বেসাতিতে সময়ের আবহে বিলি কাটে প্রণয় এবং অস্পৃশ্য মোহ।
কতো আর বিকিকিনি, কতো আর শোধনর বোধন বলো?
নদীর উপচে পড়া জলে ভেসে যায় অহর্নিশ ভ্রুণের মিছিল
কেউ কী কোনো শ্লোগান তুলেছিলো?
কোনো রিপোর্ট করেছিলো কোনা নিষ্ঠাবান সংবাদ কর্মী,
কেউ কী কখনো খুঁজেছে ভ্রুণের ঠিকানা,
অথবা ভ্রুণের পিতা মাতার অপরাধ, অভিযোগ, অনুযোগ?
তাহলে এতো কিসের রকমারি ডটকম বলো অথবা পদবী?
পাপ!
পাপ- পুণ্যের কী কোনো জাত আছে বলো?
ঘৃণার বারুদ জমিয়ে বুকে ভালোবাসার নৃশংস খুনী সময়ের তাবেদার,
ইজারা নিয়েছে ফসিল জীবনের ইত্যাদি নষ্ট, ভ্রষ্ট, কুটিল, সহিংস্রতার।
নবা,জবা,বেলি, যুথিকারা পশরা সাজিয়ে ঘট বসায় রাতের মধ্য প্রহরে।
জীবন- সংসারের তাগিদে ঠোঁটে গালে রঙ মেখে চোখে কষ্টের কাজলে
পলিশ জুতা,কোট -টাইয়ে সুগন্ধি রুমাল ঝেড়ে হেঁটে যায় রাতের মানুষ।
কোনো প্রস্তাব নেই
কোনো অনুযোগ নেই
কোনো বিকার নেই
কোনো অশুচি,অশুদ্ধির কোনো অনুশোচনা নেই।
শুধু অসহায়ত্বের নির্মম আরতি,যজ্ঞ নানান উপচারে,
এবার বেচে দেবো তাবৎ গৃহস্থালি, ঘর, সংসার।
জিহ্বা আমার জিন্দা লাশ, চোখে কালো কফিন——
তারিখঃ ১৯.০৫.২০২৩খ্রি.
লেখক স্বত্ব
ব্যাঙ্গালোর -ভারত।