কবি—নাসিমা হক মুক্তা এর এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “নদী ও নারী ”

755
কবি —নাসিমা হক মুক্তা এর এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “নদী ও নারী ”
কবি—নাসিমা হক মুক্তা

নদী ও নারী

                নাসিমা হক মুক্তা

মুঠোভরা স্বপ্ন নিয়ে ;
মায়ার জোয়ারে ভেসে – আছি বেশ
খাই, গল্প বলি,দৌড়ে চলি
মাঝখানে পুষি – পাখি
বুকের ভিতরে ঈশ্বর
ঘর-বাঁধি পুটলাভর্তি সুখের… !

একটুকরো জমিতে মাদুর-পাটি
গেরস্ত সাজাই,চূর্ণ চূর্ণ ফোঁটাই সুখ
উঠোনের তলাপাত্রে -রক্ত গজাই
পাপস্পর্শে আসে – পূর্ণতা।।

প্রকৃতির তন্তুজালে – মায়াজাল পাতি
প্রাণপণ রঙ ডালি
ঐ রঙে সাজে কত বাড়িঘর, পর
ঠুকরে খায় – সমস্ত মগজ
কখনো সাদা বা কখনো রঙিন কাগজ।।

জল ছাড়ি ফল ছাড়ি
ধর্ম একই নদী ও নারী।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here