কলমযোদ্ধা-নাসরীণ জাহান রীণা লিখেছেন ঐতিহাসিক ৭ মার্চ এর কবিতা “সেই উদ্ধত তর্জণী ”

329
কলমযোদ্ধা-নাসরীণ জাহান রীণা লিখেছেন ঐতিহাসিক ৭ মার্চ এর কবিতা “সেই উদ্ধত তর্জণী ”

সেই উদ্ধত তর্জণী

               নাসরীণ জাহান রীণা

সেই অঙ্গুলি,
সেই উদ্ধত তর্জণী,
ইশারায় জমিয়ে দিলো জামায়েত।
কাঁপিয়ো দিলো সেদিন রেসকোর্স ময়দান।
সেই কণ্ঠস্বর পৌঁছালো
প্রতিটি বাঙ্গালির কর্ণ কুহরে …
ধ্বণি প্রতিধ্বণিতে মূখরিত হলো
বাংলার আনাচে-কানাচে।

“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। ”
প্রকম্পিত হলো সোহরাওয়ার্দী উদ্যান।
মূহুর্তে জেগে উঠলো লাখো বাঙালি …
তেজোদীপ্ত হলো তাদের চেতনা।
মুক্তিসংগ্রামের উজ্জীবিত শিখা জ্বলে উঠলো
বাংলার সর্বস্তরের মানুষের অন্তরে।

সেই তর্জণীর ইশারায় উত্তাল জনসমুদ্র
দৃপ্ত শপথ নিলো
একটি স্বাধীন দেশ চাই …
একটি স্বাধীন পতাকা চাই…
তার জন্য লড়তে হবে।
দেশের মুক্তির জন্য বঙ্গবন্ধুর
সেদিনের সে ভাষণ ছিলো আলোকবর্তিকা।
যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য
ঐ একটি তর্জণীই ছিলো যথেষ্ট …
ঐ একটি বলিষ্ঠ কণ্ঠস্বর …
একটি অবিসংবাদিত নেতা…
একটি যুগোপযোগী ভাষণ…
একজন শ্রেষ্ঠ বক্তা…
একটি পরিপক্ব মনোবল…
যার জন্য রক্ত ঢেলে দিতে -প্রাণ বিসর্জন দিতে ও
কার্পণ্য হয়নি বাঙালির।

শুরু হলো মুক্তিসংগ্রাম,
মুক্তির নেশায় ছুটে গিয়েছিলো
সম্মুখ সমরে।
বঙ্গবন্ধু, তুমি মহাবীর,
বাঙালির উন্নত শীর,
তুমি চির অমলিন অধীর ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here