নামহীন কবিতা
প্রেমা চক্রবর্তী
ভাষারা আজ বড্ড এলোমেলো,
শব্দ সাজাই যেন প্রলেপ দিই
সঞ্চিত ক্ষতস্থানগুলোয়,
মনের শব্দে কান পাতি আর-
ঘুমন্ত পূর্ণিমা মাস্কারা মাখে অন্ধকারে,
যেমন গম্ভীর জলে
ছায়া পড়ে নিষ্ফল কুয়াশার,
চৈত্র যেমন করে ডেকে নেয় বসন্তকাল,
অগোছালো শব্দদের
চুপচাপ মস্তিস্কে ঘোরাফেরা রোজ,
এরপর মনের খাঁজ থেকে
শব্দগুলোকে মনের মত সাজিয়ে নেই,
এরপর সে নিজেই হয়ে ওঠে নামহীন কবিতা।