তোমার জন্য শুধু তোমারই জন্য আকাশেও আমার এ আয়োজন !!কবি মোঃ আসাদ উল্লাহ্ এর অনুভূতির কবিতা “আকর্ষণ”

439

আকর্ষণ

               -মোঃ আসাদ উল্লাহ্ 

এশিয়া থেকে আফ্রিকা
ইউরোপ থেকে আমেরিকা
যেখানেই তুমি থাকো না কেনো
স্বপ্নের তিনটি উপগ্রহ বসালেই
খুঁজে পাওয়া যেতো তোমায়-
আমি বসিয়েছি পাঁচ পাঁচটি
তোমার বক্রতা বিবেচনায়।

এমনভাবে সেগুলো করেছি স্থাপন
কৃত্রিম উপগ্রহগুলো যেমন
বাইশ হাজার মাইল উপর থেকেও
ঘুরে যায় পৃথিবীর সমলয়ে।

ভূ-উপগ্রহ থেকে উপগ্রহ
উপগ্রহ থেকে ভূ-উপগ্রহ
সংকেত চলে অবিরাম
বুঝতে পারে না কেহ।

পাঁচটি মহাসাগরের উলম্বরেখা বরাবর
অবস্থান করে তারা
আমার সংকেত তোমার কাছে পাঠায়
মাড়িয়ে বক্রতার ধারা।

কক্ষপথ আমাদের বরাবর আলাদা
আলাদা ঘূর্ণনের গতি
সমলয়ে তবু আছি বলে দুজন
সংকেতের হয়নি বিচ্যুতি।

পাহাড় নদী মরুভূমি
যেখানেই থাকো তুমি
আমি চাই কেবল সংকেত তোমার
এ কারণেই এ প্রযুক্তি।

এ কারণেই এ উচ্চাভিলাষী
প্রকল্প গ্রহণ
ব্যয়ের হিসাব তুচ্ছ জানি
জড়িত যেখানে মন।

জানি সব যাবে উসুল হয়ে
পেলে তোমার সন্ধান
তোমার থেকে যখন পাবো পূর্বাভাস
থেমে যাওয়ার আগে গান।

তোমার জন্য শুধু তোমারই জন্য
আকাশেও আমার এ আয়োজন
তারপরও কি বলবে তোমার প্রতি
নেই আমার কোনো আকর্ষণ?

মো: আসাদ উল্লাহ্, উপমহাব্যবস্থাপক(প্রশাসন), বাপেক্স, ঢাকা।
কবি, গীতিকার ও সংস্কৃতিকর্মী।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here