মঙ্গলের পূজারী কবি জেসমিন জাহান এর কল্পনার ভিতরের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন কবিতা “আমি ঠিক পৌঁছে যাবো”

512
মঙ্গলের পূজারী কবি জেসমিন জাহান

আমি ঠিক পৌঁছে যাবো

                               জেসমিন জাহান

তোমার দৃষ্টি ছুঁয়ে আমি হবো রাজহংসী
দিঘির অতলে ডুব দিয়ে খুঁজে আনবো
নিখাদ ভালোবাসার মুক্তো বিন্দু।
চৈত্রের তীব্রতায় পলাশের রঙ ঝরানো
কোনো এক মুগ্ধ সকাল ভরিয়ে দেবো
মন কেমন করা ‘কুহু’ ডাকে।
মধ্য দুপুরের ক্লান্তি যখন জমবে কপালে
উষ্ণ বাতাসে বাস্প হয়ে উড়িয়ে নেবো
মমতা মাখা নিবিড় আলিঙ্গনে।
মেঘেদের কোল ঘেঁষে উড়ে যাওয়া চিল
তাকিয়ে দ্যাখে অপলক পৃথিবীর খাঁজ
প্রাণের ছায়া খোঁজে তার চোখ।
মনের গহীনে বাস করে যে গভীর প্রাণ
তার চোখের নদীতে নিঃশেষে ডুবে যাবো
চিলের মতো তীক্ষ্ণ দৃষ্টির আহবানে।
আকাশের ছিটেফোঁটা উঁকি দেয় যে মনে ,
মেঘের মতোই সেথা আজীবন দিয়ে যাবো
বৃষ্টির সুর গাঁথা জীবন্ত কাব্য।
ঝঞ্ঝা-বিক্ষুব্ধ ভয়ার্ত সাগর পাড়ি দিতে
প্রাণান্ত যে সাহসী নাবিক, তার মতোই
অনায়াস মাখবো রাতের শিশির।
পৃথিবীর সব অবসাদ দূরে ঠেলে ফেলে
অভিমানী ঢেউ ভেঙে ঠিক পৌঁছে যাবো
তোমার জ্যোৎস্না নিকানো উঠোনে।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here